পটুয়াখালী প্রতিনিধি :: নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ নানান বয়সী মানুষের পদচারণায় মুখরীত বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মাকের্টে। বিশেষ করে শহরের শপিং মল ও বিভিন্ন মার্কেটের থ্রি-পিস কর্ণারগুলো রোজার শুরু থেকেই ক্রেতা আকর্ষণে এগিয়ে রয়েছে।
ফ্যাশন সচেতন তরুন – তরুণীদের পোশাকের মধ্যে বরাবরের মতো এবারও পছন্দের শীর্ষে রয়েছে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে দিনরাত যেন একাকার হয়ে গেছে। তবে প্রতিটি স্থানেই পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
জেলার সদর রোডের অভিজাত মমতাজ শপিং মল, বন্ড, সাতসওদা, বিসমিল্লাহ সুপার মার্কেট, রুপ মহল, প্লাস পয়েন্ট, গৌরাঙ্গ বস্রালয়, আনিষা বুটিক হাউজ, প্রজপিতি কসমেটিকস, এপেক্স, লোটো, বাটা, অমনি সু, লাকী সু স্টোর, ফারিবা সু স্টোর, নাজ সুজ ও নিউ মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে হরদমে চলছে কেনাকাটা।
আরো পড়ুন : পটুয়াখালীতে ১টি সেতুর অভাবে ৮ লাখ মানুষের ভোগান্তি
ক্রেতারা জানায়, গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। কিন্তু মোটামোটি সাধ্যের মধ্যে সবকিছু কেনাকাটা করার চেষ্টা করছি। তবে ভালো মানের পোডাক্ট ও কেয়ালিটির দিক থেকে দাম একটু বেশি মনে হচ্ছে।
বিক্রেতারা জানায়, এবার ঈদে নতুন নতুন ডিজাইনের জিনিস আসছে। মার্কেটে ভিড় আছে কিন্তু ক্রেতা মোটামুটি। তবে দ্রব্যমূল্যের কারণে সব কিছুর দাম অনেকটা বেড়ে গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: জসিম জানায়, ঈদ উপলক্ষে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাদা পোষাকে পুলিশের নজরদারি রয়েছে।