ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মতে, দেশের অর্থনৈতিক খাতকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী বাংলাদেশ ব্যাংক। সেবা খাতের দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতির কারণে দেশের আর্থিক খাত ধ্বংসের পথে। গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের যোগসাজশে ব্যাংকগুলোতে দখলদারি চলছে।
তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পাসপোর্ট অফিস দুর্নীতি রোধের বিষয়ে বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। সরকারি অফিসগুলোতে সিন্ডিকেট করে দুর্নীতি করা হয়, যার সুবিধা পাচ্ছে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২০২৩ সালে দেশের পাঁচটি দুর্নীতিগ্রস্ত সেবা খাতের মধ্যে পাসপোর্ট খাত ছিল শীর্ষে। গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে। এছাড়া পুলিশ বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “যাদের দায়িত্ব দুর্নীতি রোধ করা, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। ফলে দুর্নীতি কমানোর কোনো বাস্তব উদ্যোগ দৃশ্যমান নয়।”
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম