শিরোনাম

কেন মামলা হয়েছে জানেন না অপু বিশ্বাস

Views: 17

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৪ অক্টোবর চিত্রনায়িকা অপু বিশ্বাস, হিরো আলম ও জাহিদুল ইসলাম বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। মামলায় অভিযোগ, অপু বিশ্বাস এবং তার সহযোগী জাহিদুল ইসলাম প্রযোজকের ইউটিউব চ্যানেলটি হ্যাক করে তার ভিডিও মুছে ফেলেছেন এবং চ্যানেল ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করেছেন। সিমি ইসলাম কলি আরও দাবি করেছেন, তিনি ৫ লাখ টাকা দিলে চ্যানেলটি ফিরিয়ে দেওয়া হয়, তবে আগের ভিডিওগুলো ফিরে পাননি।

অপু বিশ্বাস এই মামলার বিষয়ে অবগত নন জানিয়ে বলেন, “এটা তো অনেক আগের ঘটনা, আমি এখন এসব বিষয়ে কিছু জানি না। সাংবাদিকদের মাধ্যমে খবরটা শুনেছি, আমি এসব দেখি না। আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে।”

সিমি ইসলাম কলি জানাচ্ছেন, এই বিষয়টি নিয়ে তিনি প্রথমে সাধারণ ডায়েরি করেছিলেন এবং পরে প্রযোজক সমিতির মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলেন। তবে তার ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার পর আগের ভিডিওগুলো অনুপস্থিত পাওয়া যায়। এতে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি।

অপু বিশ্বাস আরও বলেন, “বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই শোচনীয়, এ কারণে এসব বিষয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। তবে বিষয়টি নিয়ে সিমির সঙ্গে কথা বলব, কেন এমন অভিযোগ উঠেছে।”

এখন পর্যন্ত মামলার শুনানি চলছে এবং অপু বিশ্বাস, হিরো আলম ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *