ওই বাজারের আক্কেল প্লাজার মালিক মোঃ আক্কেল আলী সরদার বলেন, উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার হুকুমে গত ১৫ মাস যাবত আমার মার্কেটের চারটি দোকান ঘর দখল করে ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক অগ্রীম ৫০ হাজার টাকা এবং মাসিক চার হাজার টাকা করে আদায় করে নিচ্ছিলেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মাগুরা-মাদারীপুর গ্রামের বাসিন্দা নেছার হাওলাদার ও তার সহযোগিরা। দখল হওয়া দোকান ফেরত পেতে একাধিকবার স্থানীয় আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে ইউপি চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েও কোন সুফল হয়নি। পরে শুক্রবার সকালে এলাকার সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে দখল হওয়া দোকান ঘরগুলো উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জানতে নেছার হাওলাদারের (০১৭৯৪-৮২৫৮০০) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার এসআই মোঃ হক সিকদার বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করা হয়েছে। পাশাপাশি উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার হুকুমে টরকী বন্দরের ন্যাশনাল ব্যাংক সংলগ্ন নিউ মার্কেটের দোকান ঘর জোরপূর্বক দখল করে গত এক বছর ধরে ভাড়া উত্তোলন করে নিচ্ছেন স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেও অদ্যবর্ধি কোন সুফল পায়নি ওই মার্কেটের মালিক মোবারক সরদার।