শিরোনাম

কোথায় আছেন বরিশালের সাবেক ১৬ এমপি-মন্ত্রী !

Views: 52

বরিশাল অফিস :: ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন বরিশাল বিভাগের ১৬ জন সাবেক এমপি-মন্ত্রী। এদের মধ্যে কেউ আছেন দেশে কেউবা পাড়ি জমাতে সক্ষম হয়েছেন বিদেশে। অনেকে আবার দেশত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর পরই।

আগৈলঝাড়া-গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ একমাস আগেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অনেকে বলছেন সরকার পতনের বিষয়টি শুরু থেকেই আঁচ করতে পেরেছিলেন আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা। তাইতো আগেভাগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি।

ভারতে পালিয়েছেন হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এ আসন থেকে ২০১৪ সালে প্রথমবারের মত বিনাভোটে এমপি নির্বাচিত হন তিনি। এরপর ২০১৮ সালে দলীয় টিকিটে দ্বিতীয়বার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত করা হয়। দলীয় সূত্র বলছে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন শাম্মি।

গত ২ আগস্ট সর্বশেষ এলাকায় এসেছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। খুব অল্প সময় অবস্থানের পর ঢাকায় চলে যান। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট তার বরিশালের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জাহিদ ফারুক ২০১৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন।

বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে প্রথমবার নৌকার টিকিট নিয়ে এমপি হয়েছিলেন আব্দুল হাফিজ মল্লিক। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

রাজাপুর-কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বাংলাদেশেই আত্মগোপনে আছেন। এই মুহূর্তে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যারিষ্টার ওমর নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিটে নির্বাচন করে বিজয়ী হন। হাসিনা সরকার পতনের পর তার বরিশালের বীরোত্তম ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজাপুরের বাসভবনেও হামলা চালানো হয়। দল ত্যাগের কারণে ইতিমধ্যে জাতীয় বেঈমানে ভূষিত হয়েছেন বিএনপির সাবেক এ নেতা।

ঝালকাঠী সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠী-২ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুরও কোন খোঁজ নেই। কেউ বলছেন তিনি ভারতে পালিয়েছেন আবার কেউ বলছেন দেশেই অবস্থান করছেন তিনি। তিনি প্রথমবার ২০০১ সালে উপনির্বাচনে কয়েকমাসের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই আসনের তৎকালীন জনপ্রিয় এমপি জুলফিকার আলী ভুট্টোর মৃত্যু হলে এ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তখন কারচুপি করে এমপি নির্বাচিত হন আমির হোসেন আমু। এরপর ২০১৪ ও ২০১৮ সালে বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও তাকে মন্ত্রী করা হয়নি। সরকার পতনের পর পরই তার ঝালকাঠীর বাড়ীতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় ৫ কোটি টাকা।

ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। তিনি এক সময় সাবেক মন্ত্রী ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন। ওই সময় বিপুল অর্থ-সম্পদের মালিক হন মহারাজ। নির্বাচনে এ আসনে নৌকার টিকিট পেয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এক সময়ের ব্যক্তিগত সহকারীর কাছে। সরকার পতনের পর মহারাজেরও কোন খোঁজ নেই।

পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের এমপি শ.ম রেজাউল করিমও আত্মগোপনে আছেন। তিনি এ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েই মন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পান আওয়ামী লীগের এ নেতা।

মঠবাড়ীয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত পিরোজপুর-৩ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ নেতা শামীম শাহনেওয়াজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের আপন ভাই। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

বরগুনা-আমতলি-তালতলি নিয়ে গঠিত বরগুনা-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এলাকায় অবস্থান করছেন। তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করেন। পরাজিত শম্ভু ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছেন। বামনা ও পাথরঘাটা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের সাবেক এমপি সুলতানা নাদীরা ঢাকায় অবস্থান করছেন।

দেশের পট পরিবর্তনের সাথে সাথে আত্মগোপনে চলে গেছেন বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসনের ৮ বারের সংসদ সদস্য আসম ফিরোজ।

সরকার পতনের আগে গত ২৭ জুলাই দেশত্যাগ করেছেন পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এসএম শাহজাদা। বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন তিনি। শাহজাদা এক সময়ে বিএনপির রাজনীতি করলেও ২০১৮ সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে নৌকার টিকিট পেয়ে বিনাভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
কলাপাড়া-রাঙাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তারও কোন খবর নেই। অনেকের ধারণা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।

চরফ্যাশন-মনপুরা নিয়ে গঠিত ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি সবশেষ ৩ আগস্ট এলাকায় এসে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন চরফ্যাশনের একজন সংবাদকর্মী। তবে একটি জাতীয় দৈনিকের সংবাদে বলা হয়েছে গত ২৭ জুলাই দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন চারবারের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বোরহানউদ্দীন-দৌলতখান নিয়ে গঠিত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ৫ আগস্ট দুপুর পর্যন্ত নিজ বাসায় অবস্থান করছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর পরই মোটরসাইকেলযোগে পালিয়ে প্রানে রক্ষা পান।

লালমোহন-তজুমদ্দীন নিয়ে গঠিত ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সবশেষ ৪ আগস্ট ঢাকায় মহড়া দিয়েছেন। অনেকের ধারণা তিনি বাংলাদেশেই আত্মগোপন করে আছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *