শিরোনাম

কোনো নৈরাজ্যকর পরিস্থিতি বা সংকট তৈরি কাম্য নয় : বাংলাদেশ ন্যাপ

Views: 31

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) বলেছে, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ঘিরে যে সংকট সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না, সেটি আলোচনা করার বিষয় নয়। সংগঠনটি দাবি করেছে, বর্তমানে রাজনীতি, রাষ্ট্র ও সংবিধান সংস্কার হওয়া উচিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। তারা বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি দুই ধরনের বক্তব্য দিয়ে পদে থাকার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ মুহূর্তে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা কাম্য নয়।”

নেতারা আরও বলেন, “রাষ্ট্রপতি তার পদে থাকবেন কি থাকবেন না— এ প্রশ্নটি বর্তমানে বাংলাদেশের কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্য জরুরি।”

বাংলাদেশ ন্যাপ মনে করে, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার চূড়ান্ত বিজয় রুখতে ষড়যন্ত্রকারী ও ক্ষমতালোভীরা এখনো তৎপর। তাই কোনো হটকারী সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সেই শূন্যতাকে স্বৈরাচারের দোসররা কাজে লাগাতে পারে। এ কারণে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ কর্মপন্থা তৈরি করতে হবে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *