Views: 8
চন্দ্রদ্বীপ ডেস্ক: উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে মাসিক খরচ সামলাতে যাঁরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিচ্ছেন, তাঁদের জন্য দুঃসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক। কারণ, ব্যাংকঋণের সুদহার বৃদ্ধি পাওয়ায় ক্রেডিট কার্ডের সুদের হারও বাড়ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর এ–সংক্রান্ত অনুরোধে সাড়া দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের ঋণের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে আগামী ১ জানুয়ারি থেকে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ সুদহার বেড়ে দাঁড়াবে ২৫ শতাংশ, যা এখন ২০ শতাংশ।