ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাষ্ট্র পরিচালনায় অতীতের সরকারগুলো বারবার প্রমাণ করেছে তারা দেশের কল্যাণের জন্য নয়, বরং বিদেশি স্বার্থে কাজ করেছে। বিশেষত বিগত সরকারগুলো দেশের স্বার্থ রক্ষার বদলে প্রতিবেশী দেশের স্বার্থ সংরক্ষণে বেশি মনোযোগী ছিলো।
তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, বিগত সরকারগুলোর অপশাসনের কারণে দেশের জনগণ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার হয়েছে। ৫ আগস্টের ঘটনার পর দেশের পরিস্থিতি বদলেছে। অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অগোছালোভাবে রাষ্ট্র পরিচালনা করছে, যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
তিনি বলেন, “যারা বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে শীর্ষে নিয়ে গেছে, তাদের পুনরায় ক্ষমতায় বসানোর কোনো সুযোগ নেই। এদেশের জনগণ আর কোনো তামাশা দেখতে চায় না।”
সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। মাওলানা খলিলুর রহমান সভাপতি, মাওলানা সিদ্দিকুর রহমান সিনিয়র সহ-সভাপতি এবং কেএম বিল্লাল হোসেন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পান।
বিশেষ অতিথির বক্তব্যে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যেন মর্যাদার সঙ্গে বিদায় নিতে পারে, সেদিকে নজর দিতে হবে।”
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, “বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাস দুর্নীতি ও দুঃশাসনের কালো অধ্যায়। কৃষক-শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কখনও কাজ করেনি। এই বৈষম্যের অবসান ঘটাতে একটি বিপ্লব প্রয়োজন।”
ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “৫৩ বছরে যেসব সরকার ক্ষমতায় ছিল, তারা দেশের জনগণের সম্পদ লুট করেছে। এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে।”
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, মুফতী মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম