পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে খাবারে চেতনা নাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমানের স্ত্রী সাবিনা দাবি করেন, ঘটনার রাতে চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে পরিবারের পাঁচজন সদস্য অজ্ঞান হয়ে পড়েন। চোরেরা এ সুযোগে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অজ্ঞান হয়ে পড়া মিজানুর রহমান (৩৮), হামিদ বাঘা (৯০), খাদিজা (৬০), মারুফা (২৩) এবং শিশু জিহাদ (১১) কে বুধবার সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
সাবিনা আরও বলেন, “চোরেরা আমাদের ঘরের সব লুটে নিয়েছে। নগদ টাকা, স্বর্ণালংকার—সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”