শিরোনাম

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই

Views: 4

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলোর নিষ্পত্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, “যারা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছে, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার হরণ করেছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এসব অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এই অপরাধে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। যারা এসব অপরাধ করেছে, তাদের বিচার করতে হবে।”

তিনি বলেন, “ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া উচিত:
১. বিতর্কিত নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্তদের বিচারের মুখোমুখি করা।
২. আরপিও সংশোধনের মাধ্যমে ইসিকে নির্বাচন বন্ধের ক্ষমতা পুনর্বহাল করা।
৩. দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা।”

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, এবং সাংবাদিক মনিরুজ্জামান মিশন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *