বরিশাল অফিস :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ায় বরিশালে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।
সমাবেশে বিএনপির নেতারা জনগণের জানমাল রক্ষায়, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।