শিরোনাম

খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে: সারজিস

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে নতুন রদবদল আনা হয়েছে। উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি করায় তৈরি হয়েছে বিতর্ক ও অসন্তোষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, “শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!”

সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরউদ্দিনের নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এর পরপরই গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে মশাল মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা শেখ বশীরউদ্দিনকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে আখ্যায়িত করে বলেন, “উপদেষ্টা পরিষদে তার অন্তর্ভুক্তি মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ। আমরা অবিলম্বে শেখ বশীরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।”

এই রদবদলের ফলে ছাত্র ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত নতুন সংকটের জন্ম দিতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *