বরিশালের উজিরপুর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে জেলার পুলিশ বিভাগ এই অভিযানটি পরিচালনা করে।
আটক হওয়া নারীর নাম শান্তনা আক্তার (২৫)। তিনি বরিশাল সদর উপজেলার কাগাশুরা হাওলাদার বাড়ির বাসিন্দা মো. সুরুজ হাওলাদারের স্ত্রী। শান্তনা বরিশাল নগরীর পলাশপুর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন এবং তার পিতার নাম হাসান সরদার।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শান্তনা আক্তার উপজেলার দামোদর কাঠি এলাকার পিত্রালয় থেকে ইয়াবা নিয়ে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উজিরপুরের বামরাইল এলাকায় অবস্থান নেয়। বামরাইল ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে শান্তনাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি খেলনা গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শান্তনা আক্তারের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম