বাজারে খোলা সয়াবিন তেলের দাম ক্রমশ বেড়েই চলেছে। রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, নয়াবাজার এবং কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম বেড়ে গেছে ১৫-২০ টাকা পর্যন্ত। বর্তমানে এক মাসের ব্যবধানে এই তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৭৫-১৮০ টাকায়, যেখানে বোতলজাত সয়াবিন তেল এখনও আগের দাম ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। একইসঙ্গে খোলা পাম তেলের দামও বেড়ে লিটারপ্রতি ১৮০ টাকা ছুঁয়েছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবি’র তথ্য অনুযায়ী, গত এক মাসে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১১ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত অক্টোবর মাসে ভোজ্যতেলের ওপর মূসক হ্রাস করলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না।
এনবিআর এর ঘোষণা অনুযায়ী, পরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ মূসক এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ মূসক মওকুফ করা হয়েছে। এছাড়া আমদানির ক্ষেত্রে অপরিশোধিত তেলগুলোর মূসক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এই সুবিধা চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
তবে বাজারে এর প্রভাব না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীদের অভিযোগ, ডিলাররা রমজান মাসকে সামনে রেখে তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন, ফলে দাম বেড়ে যাচ্ছে। কারওয়ান বাজারের মুদি দোকানি রবিউল জানান, ডিলাররা পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করছেন না, যার ফলে দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও কমে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পুনরায় আমদানি শুল্ক কমানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে ক্রেতাদের আশঙ্কা, রমজান মাসের আগেই বাজারে আরও এক দফা দাম বাড়ানোর প্রবণতা দেখা দিতে পারে।