মো:আল-আমিন,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির শতবর্ষী ও চারাগাছ কেটে কিংবা উপড়ে বনের ভেতরের মাটি লুট করছে রাজনৈতিকভাবে প্রভাবশালী স্থানীয় কয়েক ব্যক্তি। তাদের সঙ্গে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রভাবশালী এই রেঞ্জ কর্মকর্তার হাত থেকে গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও মাটি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
তারা বলছেন, এই বনাঞ্চলের কারণেই সিডরের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কম হয়েছিল। এই বনাঞ্চল উজাড় হওয়া মানে ঘূর্ণিঝড় মোকাবিলার এই প্রাকৃতিক ঢাল ধ্বংস হওয়া।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি লুট করছে প্রভাবশালী স্থানীয় কয়েক ব্যক্তি। তারা এই মাটি বিক্রি করছে বেড়িবাঁধ প্রকল্পে। প্রায় ৩৪ কিলোমিটার বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ প্রকল্পটির কাছ চলছে ২০১৮ সাল থেকে।