চন্দ্রদ্বীপ ডেস্ক :: বলিউডের সুপারস্টার আমির খান অভিনীত সিনেমা ‘গজনি’ ২০০৮ সালে মুক্তি পায়, যা পরিচালনা করেছেন এ. আর. মুরুগাদোস। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে রেকর্ড সাফল্য অর্জন করে এবং দর্শকদের প্রশংসা কুড়ায়।
বর্তমানে খবর পাওয়া যাচ্ছে যে, ‘গজনি’র ১৬ বছর পর নির্মিত হচ্ছে ‘গজনি টু’। পিঙ্কভিলার একটি সূত্র জানায়, “আমির খান ‘গজনি টু’র জন্য একটি শক্তিশালী গল্প নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। তিনি প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্তেনা এবং টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। যদি গল্পটি চূড়ান্ত হয়, তাহলে আমির খান ভারতীয় সিনেমার ইতিহাসে ১০০ কোটি রুপি আয় করা সিনেমার সিক্যুয়েল নির্মাণের মাধ্যমে নতুন ইতিহাস গড়বেন। মধু ও তার টিম ‘গজনি টু’ সিনেমার জন্য বিভিন্ন আইডিয়া তৈরি করছে এবং তা আমির খানের সঙ্গে শেয়ার করছে।”
এখনো পর্যন্ত প্রযোজক কিংবা আমির খান সিক্যুয়েলটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এছাড়া, ‘গজনি’র সিক্যুয়েল নির্মাণে কে পরিচালনা করবেন, সে বিষয়েও কিছু জানা যায়নি।
‘গজনি’ সিনেমার সিক্যুয়েল ছাড়াও আমির খান আরও কিছু প্রকল্প নিয়ে কাজ করছেন। সূত্রটি জানায়, “আমির খান ও লোকেশ কঙ্গরাজ গত কয়েক মাসে একাধিকবার আলোচনা করেছেন, যার মধ্যে একটি সুপারহিরো সিনেমা রয়েছে। লোকেশ বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ করছেন এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর সুপারহিরো সিনেমার শুটিং শুরু হবে।”