শিরোনাম

গণমাধ্যমের উন্নয়নে চাই সম্মিলিত উদ্যোগ: কামাল আহমেদ

Views: 5

স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, “এই সভায় উঠে আসা মতামত ও সুপারিশ আমরা সরকারের কাছে তুলে ধরব।”

সোমবার (১৩ জানুয়ারি) বরিশালের বান্দ রোডে অবস্থিত শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কামাল আহমেদ বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী কাঠামো তৈরি করা আমাদের মূল লক্ষ্য। এ জন্য সাংবাদিকদের মতামত সংগ্রহ করে একটি সুসংহত সুপারিশমালা প্রস্তুত করা হবে, যা সরকার গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে।”

সভায় বরিশাল বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গণমাধ্যমের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। তারা প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করার ওপর জোর দেন এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সিনিয়র সাংবাদিক কাওসার হোসেন বলেন, “গণমাধ্যমে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অভাব রয়েছে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে নানা অন্তরায় দূর করতে প্রয়োজন উপযুক্ত নীতিমালা এবং সুরক্ষা কাঠামো।”

উল্লেখযোগ্য আলোচনার বিষয় ::

১. ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন।
২. সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ রোধ।
৩. গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিতকরণ।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই কমিশনের সুপারিশমালা গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিশনের সদস্যরা জানান, বরিশাল অঞ্চলে গণমাধ্যম সংস্কারের বিষয়ে প্রাপ্ত সুপারিশগুলো পর্যালোচনা করে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *