শিরোনাম

গণমাধ্যমে জীবিতদের ছবি নিষিদ্ধ করল আফগানিস্তান

Views: 27

চন্দ্রদ্বীপ ডেস্ক: আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোকে নতুন এক নির্দেশনা জারি করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। সেখানে বলা হয়েছে, দেশের কোনো সংবাদমাধ্যম জীবিত প্রাণী বা মানুষের ছবি প্রকাশ করতে পারবে না।

তালেবান সরকারের পাপ ও পূণ্যবিষয়ক মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, ইসলামকে কোনোভাবে অসম্মান করে— এমন কোনো লেখাও ছাপা যাবে না।

মন্ত্রণালয়ের মুখাপাত্র সাইফুল ইসলাম খাইবার জানিয়েছেন, আপাতত কয়েকটি প্রদেশে বলবৎ হবে এ আইন; পরে পুরো আফগানিস্তানে কার্যকর করা হবে।

এএফপিকে খাইবার বলেন, “আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার জবরদস্তি করা হবে না। এই আইন আসলে এক ধরনের পরামর্শ, কিংবা আপনি বলতে পারেন জনগণকে এটা বোঝানোর একটি প্রয়াস যে শরিয়া আইনের সঙ্গে যেসব বিষয় সাংঘর্ষিক, তা অবশ্যই এড়িয়ে চলতে হবে।”

তালেবান কর্তৃপক্ষ যে এই আইনটি বাস্তবায়নে আপাতত জোর-জবরদস্তি করবে না, তার আভাস পাওয়া গেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। আইনটি পাস হওয়ার পরও তালেবান নেতা ও যোদ্ধারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি আপলোড করে যাচ্ছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *