শিরোনাম

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার হবে: উপদেষ্টা নাহিদ

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গণহত্যার পক্ষে ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করা গণমাধ্যমগুলোর বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি মামলা দায়ের হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার সৈয়দপুর বিমানবন্দরে রংপুর যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের গণহত্যাকে সমর্থন করে যারা গণমাধ্যমে প্রচারণা চালিয়েছে, তারা দেশের স্বার্থবিরোধী কাজ করেছে। আমরা এদের কেউই ছাড় দেব না।”

উপদেষ্টা নাহিদ ইসলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় নীলফামারী জেলা প্রশাসন ও সৈয়দপুর উপজেলা প্রশাসন। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের নেতা-কর্মীসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা।

উল্লেখ্য, নাহিদ ইসলামের সফরে তার সাথে নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেনও ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *