চন্দ্রদ্বীপ নিউজ::বরিশাল সদর উপজেলার ৬নং জাগুয়া ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের বগের খালের ঘোড়ার গভীর রাতে ৫০টি ড্রেজারের পাইপ কুপিয়ে ভাঙার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ৬ই নভেম্বর বুধবার দিবাগত গভীর রাতে, ৬নং জাগুয়া ইউনিয়নের, ৯নং ওয়ার্ডে।
অভিযোগ কারি বলেন দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা করে আসছি ড্রেজারের আমরা হলাম, বাবুল, পারবেজ, রেজবি, কামরুল, আনোয়ার, তুহিনসহ যৌথ মালিকানাধীন ড্রেজার ব্যবসা করেন।
কিছু দিন আগে বগের খালের গোড়ায় ব্যবসা জন্য ড্রেজারের পাইপ বসানের সময় বালুর কাছ থেকে ৬নং জাগুয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউ পি সদস্য জাকির ও তার বাহিনীসহ, গরু চোর রুবেল, ইয়াবা সম্রাট মিঠুন, সুমন, ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য সুজন,ড্রেজার মালিকদের কাছে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের সাথে কথার কাটাকাটি হয়। কিন্তু ওই দিন রাতে আঁধারে জাকির ও তার বাহিনী নিয়ে প্রায় ৫০ টি পাইপ কুপিয়ে ও ভেঙে ফেলেন
এদের নামে বিগত দিনে মাদক, চাঁদা বাজীসহ বিভিন্ন ধরনে একাদিক মামলা রয়েছে।
অভিযুক্ত জাকির মেম্বার বলেন আমি তাদের কে চিনিনা আর এমন কোনে ঘটনা আমার সাথে কোনে দিন ঘটেনায়। আমার নামে সব মিথ্যা প্রচার চালয়। কেনো এখন আমার দল খমতায় নাই।
অভিযুক্ত মিঠুন বলেন আমার সাথে কারে কোনে দিন এইবিষয় কথায় হয় নায়।আর এবিষ আমি কিছু জানি না।
এবিষ অভিযুক্ত রুবেল সাথে মুঠো ফোনে কল দিলে তার সাথে যোগাযোগ করা যাইনি
এবিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিস ইনচার্জ মিজানুর রহমান বলেন। এবিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়ছে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।