পটুয়াখালীর গলাচিপায় পৈতৃক সম্পত্তি জবরদখলমুক্ত করে বৈধ ওয়ারিশদের হাতে তুলে দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মো. মোস্তাফিজুর রহমান মফিজ।
মফিজ, যিনি গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরুল হাইয়ের ছেলে, লিখিত বক্তব্যে জানান, তার দাদা মৃত আফাজ উদ্দিন আহম্মেদ পেশকারের সম্পত্তির একজন বৈধ ওয়ারিশ তিনি। তবে তার চতুর্থ চাচা ডা. মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তি জবরদখল করে ভোগদখল করছেন।
মফিজ অভিযোগ করেন যে, গলাচিপা থানায় বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করেও তিনি কোনো সমাধান পাননি। ফলে সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতার জন্য তিনি সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে মফিজ প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে পৈতৃক সম্পত্তি তার ন্যায্য অধিকার অনুযায়ী বুঝে পান।