শিরোনাম

গলাচিপায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

Views: 43

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় রান্নাঘর থেকে খাদিজা বেগম (৩৫) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ ৩ নম্বর ওয়ার্ডের মানিক প্যাদার স্ত্রী।

এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের মানিক প্যাদার মা, স্ত্রী ও এক পুত্রসন্তান নিয়ে চারজনের সংসার।

বুধবার সকালে মানিক সকালের খাবার খেয়ে জমিতে চাষাবাদ করতে যান। পুত্রসন্তান আবু রায়হান দাখিল মাদরাসায় পড়তে যায়। প্রতিবেশীর ঘরে পান খাওয়ার জন্য যান শাশুড়ি। কিছুক্ষণ পরে বাড়িতে এসে খাদিজাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে রান্নাঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।
রহস্যজনক এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল জানান, কী কারণে এই ঘটনা ঘটল এখনো কিছু জানা যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *