শিরোনাম

গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ ২৮ অক্টোবর স্মরণে

Views: 12

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলার বিচার ও নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণসমাবেশের আয়োজন করেছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪টায় গলাচিপা পৌর মঞ্চে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা. মাওলানা জাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।

সমাবেশে সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ শামিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর এ্যাড. মু. নাজমুল আহসান ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি অধ্যাপক মু. শাহ আলম বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের মূল্য আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পরিশোধ করব।” তিনি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি, নিপীড়ন এবং অত্যাচার বন্ধ হবে বলে উল্লেখ করেন।

সমাবেশে প্রধান অতিথিকে বরণ করতে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় পৌর মঞ্চ চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *