পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমা পাল (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুমা গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদর রোডের বাসিন্দা সুজন পালের স্ত্রী এবং এক কন্যা সন্তানের মা।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, সুমা প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
ডা. মেজবাহ আরও জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। বিশেষ করে রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এবং গোলখালী ইউনিয়নের হরিদেবপুর বাজার এলাকাগুলোতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। গত ছয় মাসে উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।