মো: আল-আমিন (পটুয়াখালী): এসএসসি ও দাখিল পাবলিক পরীক্ষার ভীতি দূর করতে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার এসএসসি ও দাখিল শিক্ষার্থীর জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা ভীতি কাটাতে শহরের শিক্ষার্থীরা নিয়মিত মডেল টেস্ট দেন। কিন্তু মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের তেমন কোন পরীক্ষা সাধারণত নেয়া হয় না।
এবার এসএসসি ও দাখিল পরীক্ষা কেমন হবে, পরীক্ষা হলের পরিবেশ কেমন থাকবে, সে সম্পর্কে ধারনা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাব্যাপী প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়। যাতে উপজেলার ১৪টি কেন্দ্রে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, ‘এই্ আয়োজন শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষার ভীতি অনেক কমিয়ে দিয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ জানান, এরকম পরীক্ষা তারা এই প্রথম নিলেন। উপজেলা প্রশাসনের এমন আয়োজনে শিক্ষার্থীরা উপকৃত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এই পরীক্ষায় যারা ভাল করবে তারা পুরস্কার পাবে আর যারা খারাপ করবে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে। এরকম উদ্যোগ বাস্তবায়নের কারণে শিক্ষার্থীরা মূল পরীক্ষায় প্রস্তুতি আরো ভালোভাবে নিতে পারবে।’