শিরোনাম

গলাচিপায় বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ উদ্যোগে সীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Views: 46

বরিশাল অফিস :: প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় সারাদেশের মানুষের একবারেই বেহাল অবস্থা। পুরোদমে চলছে শীতকাল। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। সমাজের উঁচুস্তরের মানুষজন তাদের পাশে দাঁড়িয়ে একটু মমতার দৃষ্টি দিলে আরামে ঘুমাতে পারে তারা।

শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিষহ জীবন যাপন করে। তা শহর-নগরের ফুটপাত,না গেলে বুঝা মুশকিল। মানবতার সেবা সবচেয়ে বড় এবাদত। তাই শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের দুর্বিষহ জীবন কিছুটা লাগব করতে পাশে সহায়তার হাত বারিয়ে এগিয়েছেন বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ।দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতের কনকনে ঠান্ডা কিছুটা লাগব করতে গলাচিপা উপজেলা ৬নং ডাকুয়া ইউনিয়নের ফুলখালি সুলিশ বাজারে ২৭-১২-২৩ ইংরেজি রোজ বুধবার বেলা ১২টার সময় কম্বল বিতরণ করেন বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতিসহ বিভিন্ন কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শমিত কুমার দত্ত( মলাই),উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল এহসান মিয়া,বিশ্বজিৎ রায় চেয়ারম্যান ডাকুয়া ইউনিয়ন পরিষদ,আবুবক্কর মুন্সি সাধারণ সম্পাদক বন্ধন সমবায় সমিতি,বাবু উৎপাল কুমার নন্দি ও অন্যন সদস্য বৃন্দ।

এবিষয় বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার নন্দী ,শিশু ও বয়স্কদের দুর্ভোগও বর্ণনাতীত। শীতে অভাবী মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে শীতবস্ত্রের।আমরা এবছর এই ১০০শত কম্বল বিতরণ করেছি এবং আমাদের এই কর্মসূচি অবাধ্য থাকবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *