পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় মেহেদী হাসান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত এবং নিহত মেহেদীর বাবা ইউনূস দুয়ারী। বক্তারা মোমেন হাওলাদার, মনির দুয়ারী, শাহাবুদ্দিন দুয়ারীসহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে কঠোর শাস্তি চান।
এর আগে, ১৭ অক্টোবর আটখালী বাজারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। মেহেদী হাসান ১০ অক্টোবর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং এক সপ্তাহ পরে, ১৬ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।