শিরোনাম

গলাচিপায় শিক্ষাবৃত্তি পেলো ৫ মেধাবী শিক্ষার্থী

Views: 31

পটুয়াখালী প্রতিনিধি :: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গলাচিপা ক্লাস্টারের উদ্যােগে ৫ জন দরিদ্র মৎস্যজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেন্ট (৩) এর আওতায় এই শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।

আরো পড়ুন : গলাচিপার ডাকুয়ায় জেলেদের মাঝে শান্তিপূর্ণভাবে চাল বিতরণ.

জানা যায়, পাঁচজনকে ২৫ হাজার টাকা করে দুই ধাপে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হবে।

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, মানসুরা আক্তার, মো. ইসমাইল, আবু রায়হান, মো. তানভীর ও মো.ইমরান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আঞ্চলিক সমন্বায়ক রওণক ফেরদৌস, ক্লাস্টার অফিসার এম এ সায়েম, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান সহ শিক্ষার্থীদের অভিভাবক ও সংবাদকর্মীরা। শিক্ষাবৃত্তি প্রদানের সহযোগিতায় ছিল মৎস্য দপ্তর।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *