মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কাবিটার রাস্তার কাজে বাধা প্রদান করে ভেকু ড্রাইভার রবিউল (৩২), রুমেল (৪২) মারধর করেন আল-আমিন বিশ্বাস ও মামুন বিশ্বাসসহ তাদের পরিবারের লোকজন।
স্থানীয়দের অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে দেখা যায়, চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোশারেফ বিশ্বাসের বাড়ি থেকে পূর্ব ওয়াপদা রোড পর্যন্ত কাবিটার কাজ চলমান ছিল। রাস্তার কাজটি মোশারেফ বিশ্বাসের বাড়ি থেকে সুন্দরভাবে চলে আসলেও বাদসাধে বিশ্বাস বাড়ির জমি থেকে মাটি নেওয়ায়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩টার সময় এ নিয়ে বেকুর ড্রাইভার রবিউলকে মারধর করে এবং রাস্তার দেওয়া মাটি জমিতে ফেরত নিয়ে নেয় আল আমিন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, মামুন বিশ্বাসসহ তাদের লোকজন।