শিরোনাম

গলাচিপার মেধাবী তামান্নার পাশে নুরুল হক নুর

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মেধাবী ছাত্রী তামান্না আক্তার, যিনি এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রচারের পর বিষয়টি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নজরে আসে।

খবর পেয়েই নুরুল হক নুর তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং গলাচিপা উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সির নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের পাঠান তামান্নার বাড়িতে। সেখানে তারা তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

তামান্নার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নুরুল হক নুর আশ্বস্ত করেন, তার মেডিকেল পড়াশোনার যাবতীয় দায়িত্ব তিনি নিজে বহন করবেন। এছাড়াও, পরিবারের পক্ষ থেকে এনজিও ঋণের সমস্যা উল্লেখ করা হলে তিনি সেটি সমাধানের প্রতিশ্রুতি দেন।

এই সহায়তা তামান্নার পরিবার এবং স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। নুরুল হক নুরের এই উদ্যোগ একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং প্রমাণ করেছে যে, সংকটের মুহূর্তে সঠিক পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print