পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীতে এক রাতে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। ভিন্ন ভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
গলাচিপা উপজেলার দক্ষিন চরখালী গ্রামে অরুন পালের ৪টি আর রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামে রহিম প্যাদার ৫টি গরু সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটায়।
জানা গেছে, গলাচিপার দক্ষিন চরখাখালী গ্রামের অরুন পালের ৪টি বলদ গরু সোমবার রাতে গোয়াল ঘরে বাধলে সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে হানা দিয়ে তার গোয়াল ঘর থেকে গরুগুলো নিয়ে যায় এ ব্যাপারে গলাচিপা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাহজাহান মিয়া এ ঘটনাটি নিশ্চিত করেছে।
অপর দিকে পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের রহিম প্যাদর ৫টি গরু (গাভী – বলদ)সোমবার দিবাগত রাতে গরুগুলো গোয়াল ঘরে বাধলে সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে হানা দিয়ে তার গোয়াল ঘর থেকে গরুগুলো নিয়ে যায় এ ব্যাপারে চরমোন্তাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জালাল মিয়া এ প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার চরমোন্তাজ ফারির ইনচার্জ মো: নাজমুল হাসান জানান, তিনি এ ব্যাপারে অবগত নন, তবে কেউ গরু চুরির ঘটনায় অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে।