বরিশাল অফিস;: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগের এক নেতা ও তার সহযোগীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন-গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীর হাজীপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খলিফার ছেলে সম্পাদক রুহুল আমিন খলিফা ওরফে বাবু খলিফা।
তিনি নলচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
অপর গ্রেপ্তার হলেন তার সহযোগী হাজীপাড়া গ্রামের মৃত অতুল হালদারের ছেলে সমীর হালদার।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে বাবু খলিফার কাছ থেকে ৩০ গ্রাম ও সমীর হালদারের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানার এসআই হৃদয় কুমার চাকলাদার মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুজনকে আদালতে পাঠানো হয়েছে।