চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় ইসরায়েলি সেনা আটকের দাবি হামাসের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস গাজার জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা আটকের দাবি করেছে।
হামাসের মুখপাত্র আবু উবাইদা এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তার বার্তাটি প্রচার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এতে তিনি বলেছেন, “আমাদের যোদ্ধারা গতকাল শনিবার (২৫ মে) ইহুদিবাদী সেনাদের একটি দলকে কৌশলে সুড়ঙ্গে নিয়ে আসে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়… যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওই দলটির সবাইকে হত্যা, আহত এবং আটক করে সেখান থেকে চলে আসে।”
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ রোববার হামাসের এই দাবি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, সেনাদের আটক করার কোনো ঘটনা ঘটেনি।
কতজন সেনাকে হামাসের যোদ্ধারা আটক করেছেন সে বিষয়টি স্পষ্ট করে জানাননি আবু উবাইদা। তবে হামাস একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর পোশাক পরা এবং রাইফেলসহ একটি ব্যক্তিকে সুড়ঙ্গের ভেতর টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার শরীর রক্তে ভেজা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এ ভিডিওটির সত্যতা এবং ভিডিওতে যে ব্যক্তিকে (সেনা) দেখা যাচ্ছে তার পরিচয় শনাক্ত করতে পারেনি ।
গতকাল শনিবার খবর বের হয় হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে আবারও জিম্মি চুক্তির আলোচনা শুরু হবে। এর কয়েক ঘন্টা পরই এই অডিও বার্তা প্রকাশ করেন আবু উবাইদা।
তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ফলে তারা নতুন করে আর কোনো আলোচনা চায় না।
সূত্র: রয়টার্স