সার্জেন্ট ওরিয়া ইয়াকোভ ছাড়া নিহতরা সবাই ইসরায়েলি স্থলবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন। ইৎজহাক বেন বাসাত ছিলেন সেই ব্রিগেডের প্রধান।
আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শেজাইয়াহ কাসবা এলাকায় একটি ভবনে হামাস যোদ্ধারা অবস্থান নিয়েছে— গোপন সূত্রে এই খবর পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় সেই ভবনটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানেই এই সেনা কর্মকর্তা ও সদস্যরা নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।
ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১২ হাজারেরও বেশি।
অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, ইসরায়েলের ভূখণ্ড থেকে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।
ইসরায়েলি স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এই বাহিনীর মোট ১১৬ জন কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন।