চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরায়েলি মেজর রয়েছেন।
বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর গাজায় তারা নিহত হয়েছেন। নিহতরা সকলে ইসরায়েলের ৪৬০তম ব্রিগেডের ৫৪৬০তম সাপোর্ট ইউনিটের সদস্য।
আইডিএফের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানায়নি ইসরায়েল।
নিহত তিন সেনা হলেন মাস্টার সার্জেন্ট ওরি মোশে বোরেনস্টাইন (৩২), মেজর নেতানেল হার্শকোভিটজ (৩৭) এবং মাস্টার সার্জেন্ট তেজভি মাতিতইয়াহু মারান্তজ (৩২)। এ নিয়ে গাজায় স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৫৩ জনে পৌঁছেছে।