চন্দ্রদীপ ডেস্ক : ইসরাইলকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে নিকারাগুয়া। শনিবার জাতিসংঘের শীর্ষ আদালত থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, মামলায় জার্মানির বিরুদ্ধে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) অর্থ প্রদান স্থগিত করার বিষয়টিও আনা হয়েছে।
নিকারাগুয়া আইসিজেকে আহ্বান জানায়, জরুরি ব্যবস্থা জারি করে আইসিজে যেন জার্মানিকে ইসরাইলে সামরিক সহায়তা বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাশি ইউএনআরডব্লিউএকে অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত ফিরিয়ে নিতে আহ্বান জানায়।
আদালত সাধারণত একটি মামলা কয়েক সপ্তাহের মধ্যে অনুরোধ করা জরুরি ব্যবস্থার ওপর শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করে।