শিরোনাম

গাজা যুদ্ধবিরতি আলোচনায় ‘অভূতপূর্ব’ অগ্রগতি

Views: 9

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনায় ‘অভূতপূর্ব’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মিশরের একটি নির্ভরযোগ্য সূত্র। আলোচনার মধ্যে বন্দি বিনিময় সম্পর্কিত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

সোমবার আল-আরাবি আল-জাদিদকে দেওয়া এক বিবৃতিতে সূত্রটি জানায়, হামাস গাজায় আটককৃত ইসরাইলি বন্দিদের একটি প্রাথমিক তালিকা মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে দিয়েছে। যা নিয়ে ইসরাইলি প্রতিনিধি দল পর্যালোচনা করছে।

সূত্রটি আরও জানায়, মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে এক অভূতপূর্ব অগ্রগতি পৌঁছেছে।

আল-আরাবি আল-জাদিদের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তাদি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেবে। প্রস্তাবিত শর্তের মধ্যে চারজন বন্দির মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। যাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

এছাড়া হামাস একটি ৬০ দিনের অন্তর্বর্তী সময়ের শর্ত মেনে নিয়েছে। যে সময়ে অবরুদ্ধ এলাকায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে।

মিশরীয় সূত্রগুলো যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী। সূত্র: ইরনা

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *