শিরোনাম

গাজীর কারখানায় পাওয়া গেল মাথার খুলি ও হাড়গোড়

Views: 38

চন্দ্রদ্বীপ নিউজ :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন প্রতিষ্ঠান গাজী টায়ারসে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিখোঁজদের স্বজনদের নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে গণশুনানির কাজ।

এদিকে গণশুনানি শেষে স্বজনরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনটিতে ঢুকে পড়েন। তাদের অনেকে ঝুঁকিপূর্ণ ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠেন। সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশকিছু হাড় ও মাথার খুলি পান বলে দাবি করেন নিখোঁজদের স্বজনরা। পরে ভবনটিতে পাওয়া দেহাবশেষ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

গত ২৫ আগস্ট দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন রুপগঞ্জের মৈকুলী গ্রামের বাসিন্দা বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদাত হোসেন। অন্য সবার মতো ভাইয়ের খোঁজে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলায় যান সিনথিয়া নামে এক নারী। সেখানে তিনি একটি মাথার খুলির অংশবিশেষ পান। তিনি তিনতলায় আরও হাড়গোড় দেখেছেন বলে দাবি করেন। অনেকেই সেসব হাড়গোড় নিয়ে গেছে বলে জানান। তিনিও একটা খুলি নিয়ে এসেছে বলে জানান। পরে খুলিটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে আয়োজিত গণশুনানিতে ৭৮টি পরিবার অংশগ্রহণ করেন বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। এই সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির লোকজন। তাদের কাছ থেকে নিখোঁজদের তথ্য সংগ্রহ করা হয় বলে জানান এই কর্মকর্তা।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান আরও বলেন, ‘আমরা যখন গণশুনানি শেষে উপজেলা পরিষদে গিয়ে বসি তখন জানতে পারি স্বজনরা ভবনটির ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে মানুষের কিছু হাড়গোড় পেয়েছে। পরে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তিনি আমাদের নির্দেশনা দেন। পরে আমরা এসব দেহাবশেষ সংগ্রহ করার জন্য পুলিশকে নির্দেশ দেই। স্বজনদের খুঁজে পাওয়া দেহাবশেষ জমা নেওয়া হয়েছে। প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে এসব দেহাবশেষ শনাক্তের প্রক্রিয়ায় যাওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *