চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘আশাসিন্ধু তীরে’ শীর্ষক প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। গানে ও তত্ত্ব উপস্থাপনার মধ্য দিয়ে লালন সাঁইজিকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
আরো পড়ুন : তিন বছর পর ওয়েব ফিল্মে অপূর্ব-ফারিণ
প্রধান অতিথির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, উপমহাদেশের বিভাজনের পর লালন সাঁইয়ের সুফি ধারাকে বিকাশের সুযোগ দেওয়া হয়নি। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, মানুষের মধ্যে এই ধারা পৌঁছাতে আরও কর্মসূচি নেওয়া দরকার।
মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ তার বক্তব্যে লালনের ভাবগভীরতা এবং তার সাধনার মাধ্যমে জাতিগত বিভেদ দূর করার দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, সংস্কৃতি চর্চার উন্নয়নে জাতীয় বাজেটের ৩% বরাদ্দ দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে লালন সাঁইজির গান ও তত্ত্ব পরিবেশন করেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।