গুগল তার পিক্সেল স্মার্টফোনে নতুন একটি এআই-ভিত্তিক ফিচার যুক্ত করেছে, যা মেসেজিং অ্যাপ্লিকেশনে স্বয়ংক্রিয় ও প্রাসঙ্গিক উত্তর প্রদান করবে। ‘এআই রিপ্লাই’ নামের এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য মেসেজিংকে আরও সহজ ও দ্রুততর করতে ডিজাইন করা হয়েছে।
নাইট টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী, এআই রিপ্লাই প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে, যা ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে পারবে। এটি অপর প্রান্তের কথোপকথনের প্রাসঙ্গিকতা ধরে রেখে দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া জানাবে।
ফিচারের কার্যকারিতা ও ভবিষ্যৎ
ফিচারটি কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবে। এটি মানুষের আবেগ ও প্রাসঙ্গিক তথ্য বুঝে ছোট ছোট বাক্যে উত্তর দেবে, যেমন ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’। ভবিষ্যতে এটি আরও জটিল প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
এআই রিপ্লাই ফিচারটি ইতোমধ্যে বিটা পর্যায়ে রয়েছে। এটি গুগলের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে, যা এটিকে অধিক দক্ষ ও প্রাসঙ্গিক উত্তর দেওয়ার সক্ষম করে তুলবে।
গুগল পিক্সেল স্মার্টফোনের আগের একটি বৈশিষ্ট্য ‘কল স্ক্রিন’ ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়। এটি টেলি মার্কেটিং ও অজানা কলের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিত। নতুন এআই রিপ্লাই ফিচারটি এই কল স্ক্রিন বৈশিষ্ট্যকে আরও উন্নত করে মেসেজিং অভিজ্ঞতা আরও স্বয়ংক্রিয় ও সুবিধাজনক করে তুলবে।