শিরোনাম

গুণী অভিনেতা মাসুদ আলী খান আর নেই

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: একুশে পদকপ্রাপ্ত শক্তিমান অভিনেতা মাসুদ আলী খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তাকে দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বয়সের ভারে তিনি হুইলচেয়ারে নির্ভরশীল ছিলেন এবং বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটাতেন।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৫৪ সালে জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। মঞ্চে অভিনয় দিয়ে শুরু করলেও ১৯৬৪ সালে টেলিভিশনে তার অভিষেক ঘটে নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে। পরে সাদেক খানের ‘নদী ও নারী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। পাঁচ দশকের অভিনয় জীবনে প্রায় ৫০০ নাটকে বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে তিনি অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনে মাসুদ আলী খান ১৯৫৫ সালে তাহমিনা খানকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি দফতরে কাজ করেছেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে অবসর নেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *