শিরোনাম

গুলিস্তানে আ.লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

Views: 14

আওয়ামী লীগকে স্বৈরাচার ও ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করে তাদের বিচারের দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে আয়োজিত এ জমায়েতের সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল দুপুর ১২টায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শনিবার এক ফেসবুক পোস্টে জানান, “স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত, স্থান: গুলিস্তান জিরো পয়েন্ট, সময়: দুপুর ১২টা।”

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে “ফ্যাসিবাদী দল” হিসেবে আখ্যা দেন এবং আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি দমনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদী এই দলকে বাংলাদেশে কোন প্রতিবাদ বা সমাবেশের সুযোগ নেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শক্তভাবে প্রতিহত করবে।”

উল্লেখ্য, আগামীকাল (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগও গণতন্ত্রের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *