শিরোনাম

গেম খেলার প্রলোভনে তথ্য চুরি করছে

Views: 13

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গেম খেলার প্রলোভন দেখিয়ে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে উত্তর কোরিয়ার হ্যাকার দল ‘লাজারাস’। তারা একটি ভুয়া গেমের ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে গেম ডাউনলোডের প্রলোভন দেখানো হচ্ছে।

যদি ব্যবহারকারীরা এই ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে গোপনে তাদের ইন্টারনেট ব্যবহার ইতিহাস এবং সংরক্ষিত পাসওয়ার্ড সংগ্রহ করে নেয় হ্যাকাররা। পরে এই তথ্যগুলো নানা অপরাধে ব্যবহার করা হয় বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির রিপোর্ট অনুযায়ী, ক্রোম ব্রাউজারের পুরোনো সংস্করণে একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে ব্যবহারকারীরা যদি হ্যাকারদের তৈরি ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে তাদের যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর কোড প্রবেশ করে এবং তথ্য চুরি করতে থাকে। গুগল গত মে মাসে ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে, তবে অনেক ব্যবহারকারী তা আপডেট করেননি। ফলে তারা সাইবার হামলার ঝুঁকিতে আছেন। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের নতুন সংস্করণ ১২৫.০.৬৪২২.৬০/.৬১ ব্যবহার করতে হবে।

হ্যাকাররা গেমারদের আকৃষ্ট করতে ‘ডিট্যাংকজোন’ নামের একটি গেম তৈরি করেছে, যা জনপ্রিয় ‘ডেফিট্যাংক ল্যান্ড’ গেমের আদলে তৈরি। এই কারণে অনেকেই হ্যাকারদের ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করছেন, ফলে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের তথ্য চুরি সহজ হয়ে যাচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *