শিরোনাম

গোপন সংবাদে যেভাবে উদ্ধার হলো অর্ধকোটি টাকার চিংড়ির রেণু

Views: 29

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় ট্রলারে করে পাচারের সময় অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু উদ্ধার করা হয়েছে। এ সময় ৬০ হাজার টাকা মূল্যের ৬টি চটজাল এবং রেণু বহন করা ওই ট্রলারটিও উদ্ধার করা হয়।

রবিবার  রাত সাড়ে ১২ টার দিকে লালমোহন উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী থেকে এসব মাছ, জাল এবং ট্রলার উদ্ধার করা হয়।

লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বদরপুর ইউনিয়নের কয়েকটি স্পট দিয়ে চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। পাচারকারীদের ধরতে তৎপর ছিলাম। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে হঠাৎ খবর আসে উপজেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদী দিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে একটি ট্রলারে করে অন্তত অর্ধকোটি টাকার চিংড়ির রেণু পোনা পাচার হচ্ছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ডের সদস্যদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযান পরিচালনা করে নদীতে থাকা একটি ট্রলার থেকে ৫টি ড্রামের মধ্য থেকে ৪০ লাখ চিংড়ির রেণু উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকার মতো। উদ্ধার করা ওইসব চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া এ সময় ৬টি চটজাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় চিংড়ির রেণু বহন করা ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। ওই ট্রলারটি পরবর্তীতে নিলামে তোলা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *