চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও স্ত্রী সুনীতা আহুজা। মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দকে বিয়ে করেছিলেন সুনীতা। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই দীর্ঘ দাম্পত্য নিয়ে কথা বলেন গোবিন্দর স্ত্রী। সেখানে নাকি তিনি গোবিন্দর উদ্দেশে বলেছিলেন, ‘আগামী জীবনে সে যেন আমার স্বামী না হয়।’ আর সেখান থেকেই শুরু হতে থাকে নানান জল্পনা।
রোমান্স, কমেডি থেকে ড্যান্সিং স্টার হতে বেশি সময় লাগেনি গোবিন্দর। ১৯৯০-এর দশক থেকে আজ পর্যন্ত তিনি একইরকম জনপ্রিয়। তার কমেডি, রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত গোবিন্দ। তবে এবার চর্চার কেন্দ্রবিন্দুতে নায়কের ব্যক্তিগত জীবন; প্রশ্ন উঠেছে এই তারকা দম্পতির সম্পর্কের ফাটল নিয়ে। সুনীতার এক সাক্ষাৎকার ঘিরেই শুরু হয়েছে এমন জল্পনা!
কারণ, সেই সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, ‘আমাদের দুটি বাড়ি আছে, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। আমি এবং আমার সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকি, গোবিন্দ বাংলোয় থাকেন। সে যখন তার কাজের জন্য দেরি করে, তখন আমাদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।’