শিরোনাম

গৌরনদীতে আলাউদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত

Views: 33

বরিশাল অফিস :: ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা, হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়েও ঠেকানো গেলেনো জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে।

বুধবার বিকেলে নয়টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫ হাজার ৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

ইভিএম’র মাধ্যমে বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল
ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *