বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নূরাণী ও হাফেজী মাদ্রসার বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্টান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মইনুল হোসেন ঘরামী, উপজেলা যুবলীগের কার্যনিবার্হী সদস্য কামাল পারভেজ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হামিম, কারী মাওলানা হুমায়ন কবির, তরুন সমাজ সেবক আব্দুর রহমান মুন্না।
বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ মাওলানা কামাল হোসেন, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাইয়েদুর ইসলাম, মাওলানা ইছা, আব্দুল আজিজ, মাওলানা আলম প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।