বরিশাল অফিস :: বরিশালের অন্যতম দুটি উপজেলা গৌরনদী ও আগৈলঝারার নির্বাচন ৯ জুন। এই দুই উপজেলার ৫ জন চেয়ারম্যান প্রার্থী ঘুরে বেড়াচ্ছেন ১২টি ইউনিয়নের ৯৬টি গ্রামে। পুরাতন নয়, নতুনের জয়জয়কার এখানে এবার। তাই আলোচনায় উঠে এসেছেন গৌরনদীর মনির হোসেন এবং আগৈলঝারর যতীন্দ্র নাথ মিস্ত্রী।
দুই উপজেলায় সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সবরকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশালের নির্বাচন কমিশন কার্যালয়। ৮ জুন সকাল এগারোটা থেকে দুই উপজেলার নির্বাচন কর্মকর্তা ভোটের ব্যালট পেপারসহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ শুরু করবে বলে জানালেন নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।
তিনি বলেন, গত ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ছিলো এটি। ঘূর্ণিঝড় রেমাল এর কারণে এই নির্বাচন পিছিয়ে ৯ জুন করা হয়েছে। গৌরনদী ও আগৈলঝারায় ১২৯টি ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান বরিশালের এই নির্বাচন কর্মকর্তা।
বরিশাল গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী অফিসার সাইফুর রহমান এবং আগৈলঝারা নির্বাচন কর্মকর্তা সহকারী অফিসার বাসুদেব সরকারের সাথে কথা বলে জানা গেছে, দুই উপজেলার গৌরনদীতে সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোটকেন্দ্র ৬৯টি। আর আগৈলঝারার ৫টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৩৪ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৫৮ জন আর নারী ভোটার ৬৬ হাজার ৪৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬০টি।
তৃতীয় ধাপের এই নির্বাচনে গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় পুরোটাই মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক পৌরমেয়র হারিছুর রহমানকে ঘীরে। এখানে তাকে ঠেকাতে একাট্টা আনারস প্রতীকের প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী এবং কাপ-পিরিচ প্রতীকের মনির হোসেন। তাই ব্যতিক্রমী প্রচার প্রচারণা গৌরনদী উপজেলায়। দুই চেয়ারম্যান প্রার্থী মনির ও মেরী একসাথে প্রচারণার মাঠে সম্ভবত এটাই প্রথম উদাহরণ বরিশাল অঞ্চল তথা বাংলাদেশেও।
অন্যদিকে বরিশালের আগৈলঝারা উপজেলা পরিষদকে ঘীরে দু’জন প্রার্থীর সরব উপস্থিতি সর্বত্র। এদের একজন আনারস প্রতীকের রইস সেরনিয়াবাত। তিনি গত দুই বারের উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন। অন্যজন দোয়াতকলম প্রতীকের প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী। আগৈলঝারা ৫ ইউনিয়নের বেশিরভাগ মানুষের মুখেই এবার এই সাদামাটা মানুষটির নাম। গৈলা বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, তিনি দোয়াতকলম প্রতীকের লিফলেট নিয়ে একাই বের হয়ে যান। মানুষ তখন তাকে সঙ্গ দিতে সেচ্ছায় তার পিছু নেয়। এ সম্পর্কে যতীন্দ্র নাথ মিস্ত্রি বলেন, বিগত সময়ের অন্যায় অনাচারের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। সবাই পরিবর্তন চায়। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চায়। তিনি বলেন, প্রতিপক্ষের লোকেরা আমাকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিচ্ছেন। আমার প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। এ থেকেই বোঝা যায় তারা আমার জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন বলে জানান যতীন্দ্রনাথ মিস্ত্রি।
তবে প্রচার প্রচারণা ও ক্যাম্পিং করে ক্লান্ত রইস সেরনিয়াবাত বললেন, আমার কাউকে বাধা বা হুমকি দেয়ার কোনো প্রয়োজন আছে কিনা তা আপনারাই মাঠ ঘুরে বলুন। ভোটের পরপরই বোঝা যাবে কার জনপ্রিয়তা বেশি, মানুষ কাকে চায়।
বরিশাল আগৈলঝারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ পাঁচজন এবং মহিলা চারজনসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর গৌরনদী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।