গ্রামীণফোন মোবাইল ইন্টারনেট বাজারে নতুন এক উদ্ভাবনী অফার নিয়ে এসেছে। সম্প্রতি চালু হওয়া নতুন সীমাহীন ইন্টারনেট পোর্টফোলিওর আওতায় গ্রাহকরা পাচ্ছেন ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ ও ‘লিমিটলেস ভিডিও প্যাক’-এর মতো সুবিধা, যা তাদের সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া ও ভিডিও প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই অফার গ্রাহকদের এক নতুন অভিজ্ঞতা দেবে, যেখানে কোনো গতির বা ব্যবহারের সীমা থাকবে না।
গ্রাহকরা ‘লিমিটলেস ভিডিও প্যাক’-এর আওতায় ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, এবং লাইকি ব্যবহারের সুযোগ পাবেন। ১৮৯ টাকায় ৩০ দিন মেয়াদী এই প্যাকটি গ্রাহকদের জন্য ননস্টপ ভিডিও উপভোগের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া, ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’-এর আওতায় ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) এবং ইমো ব্যবহার করতে পারবেন, যার খরচ হবে ২৮৯ টাকা।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “আমরা গ্রাহকদের জন্য প্রযুক্তিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য গ্রাহকদের ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে তারা নতুন প্যাকগুলোর মাধ্যমে আরও অনেক কিছু উপভোগ করতে পারে।” তিনি আরও বলেন, এই প্যাকগুলো গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরো উন্নত করবে এবং সমাজে আরও শক্তিশালী সংযোগ তৈরি করবে।
গ্রাহকরা সহজেই এই প্যাকগুলো মাই জিপি অ্যাপ, *১২১# ডায়াল, অথবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করে কিনতে পারবেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম