চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রাম পরিচালনা করে থাকে দেশটির পররাষ্ট্র দপ্তর। মার্কিন এই প্রোগ্রাম বিশ্বজুড়ে গ্রিন কার্ড লটারি নামেও ব্যাপক পরিচিত। এই প্রোগ্রামের আওতায় লটারির মাধ্যমে এমন দেশগুলো থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়; অতীতে যেসব দেশের যুক্তরাষ্ট্রে অভিবাসন হার ছিল কম। লটারি বিজয়ী এই ধরনের ভাগ্যবান ৫৫ হাজার অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেওয়া হয়।
ডিভি-২০২৫ এর ফলাফল আগামী শনিবার (৪মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি গ্রিন কার্ড লটারির ফলাফল ঘোষণার এই তারিখ প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএস গ্রিন কার্ড বিভাগ বলছে, ‘‘ডিভি-২০২৫ এর ফলাফল আগামী ৪ মে, ২০২৪ থেকে পাওয়া যাবে! বিশ্বের সকল আবেদনকারীর জন্য শুভ কামনা! যে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য নথিপত্র জমা দিয়েছেন, তারা ই-মেইলের মাধ্যমে ফলাফলের বিজ্ঞপ্তি পাবেন!’’
• আপনার স্ট্যাটাস চেক করবেন কীভাবে?
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, যারা ডিভি-২০২৫ (DV-2025) প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, তারা অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া লিংকে প্রবেশ করে স্ট্যাটাস চেক করতে পারবেন। এই প্রক্রিয়া আগামী ৪ মে দুপুর থেকে শুরু হবে।
প্রার্থীদের ভবিষ্যতের আবেদনের জন্য তাদের নিশ্চিতকরণ নম্বর আগামী ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিভি-২০২৫ প্রোগ্রামে আবেদনের সময়সীমা গত বছরের ৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
• ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের যোগ্য কারা?
যুক্তরাষ্ট্রের বহুল আকাঙ্ক্ষিত গ্রিন কার্ড লটারিতে অংশগ্রহণের জন্য প্রধান দুটি শর্ত আবেদনকারীদের জন্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়।
• ১. ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য যোগ্য এমন দেশের নাগরিক হতে হবে। কোন কোন দেশ বর্তমানে ডিভি প্রোগ্রামের জন্য যোগ্য তা জানতে ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
• আবেদনকারীকে অবশ্যই উচ্চ বিদ্যালয় ডিগ্রিধারী হতে হবে কিংবা গত পাঁচ বছরের মধ্যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন একটি পেশায়; যার ন্যূনতম দুই বছরের প্রশিক্ষণ প্রয়োজন।
• ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?
যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, আবেদনকারীকে ফরম আই-৪৮৫ পূরণ করতে হবে। এই ফরম পূরণের জন্য যা যা প্রয়োজন:
• পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
• জন্ম সনদের কপি
• আই-৬৯৩ ফরম, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট ও টিকার রেকর্ড
• অন-অভিবাসী ভিসাসহ পাসপোর্টের ফটোকপি (যদি প্রযোজ্য হয়)
• প্রবেশ বা প্যারোলের স্ট্যাম্পসহ পাসপোর্টের পৃষ্ঠার কপি (যদি প্রযোজ্য হয়)
• আই-৯৪ ফরম, আগমন/প্রস্থান রেকর্ড
• আদালতের রেকর্ডের প্রত্যয়িত কপি (যদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়)
• পররাষ্ট্র দপ্তর থেকে ডিভি ভিসা লটারির জন্য আবেদনকারীর বাছাই পত্রের কপি
• ডিভি ভিসা লটারির ফি পরিশোধের রশিদ
• আই-৬০১ ফরম